রংপুর প্রতিনিধি
রংপুর বিভাগের ওপর দিয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় শুধু কুড়িগ্রাম জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আজ বৃহস্পতিবার জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়নি জেলার মাধ্যমিক ও প্রাথমিকের বিদ্যালয়গুলো। শ্রেণিকক্ষে জবুথুবু হয়ে ক্লাস করছে শিশু শিক্ষার্থীরা।
রংপুর আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ বৃহস্পতিবার রংপুরে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও লালমনিরহাটের ৯ দশমিক ৯, নীলফামারীর সৈয়দপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সকাল থেকে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে। বন্ধের কোনো নির্দেশনা না পাওয়া পাঠদান করাচ্ছেন শিক্ষকেরা।
দুপুর ১২টায় তারাগঞ্জে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, শিশুদের পাঠদান চলছে। শীতে জবুথুবু হয়ে ক্লাসে বসে আছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিস রংপুরের বিভাগীয় উপপরিচালক মো. মোজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর ও কুড়িগ্রাম জেলায় শৈত্য প্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা বিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। রংপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে জেনেছি। ১০ ডিগ্রি নিচে তাপমাত্রা হলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’