রংপুর প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজে দাবি পূরণ হওয়ায় কমপ্লিট শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা। সেই সঙ্গে তাঁরা নতুন অধ্যক্ষ শরিফুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।
গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কলেজ ক্যাম্পাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীদের মুখপাত্র ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মণ্ডল। এ সময় নতুন অধ্যক্ষ শরিফুলকে বরণ করে নিয়ে আনন্দমিছিল করা হয়।
মুখপাত্র শরিফুল বলেন, ‘স্বৈরাচারের দোসর মাহফুজার রহমানকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সাত দিনব্যাপী কঠোর আন্দোলন, বিক্ষোভ করেছি। চিকিৎসক, নার্স, কর্মচারী, ছাত্র-জনতা—সবাই আন্দোলনে যোগ দিয়েছিল। সে কারণে এই আন্দোলন সফল হয়েছে। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে, আওয়ামী লীগের দোসর মাহফুজকে এই ক্যাম্পাস থেকে প্রত্যাহার করে নিয়েছে। তাই সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি, আজকে থেকে কমপ্লিট শাটডাউনসহ সব ধরনের আন্দোলন কর্মসূচি বন্ধ থাকবে।’
নবনিযুক্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এই হাসপাতাল, এই কলেজ, এই শিক্ষাব্যবস্থা এবং সব জায়গায় অনেক ত্রুটি-বিচ্যুতি আছে। মানুষ হিসেবে আমাদের সামান্য যে সামর্থ্য আছে, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’