কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার চরে বালুচাপা অজ্ঞাত এক লাশের সন্ধান পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার চরে এ লাশের সন্ধান মেলে।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন কৃষক ভুট্টাখেতে কাজে যাওয়ার সময় বালুর ওপর দুই পা বাইরে বেরিয়ে থাকতে দেখেন। লাশের বাকি অংশ বালুচাপা দেওয়া। তাঁদের চিৎকারে শতাধিক উৎসুক জনতা ভিড় করে। খবর পেয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি অবগত করা হয়। বেলা ১টার দিকে সিআইডি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা-পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করে।
ওসি মামুনুর রশীদ বলেন, ‘রংপুর পুলিশের সিআইডি টিমের সহায়তায় ধরলা নদীর চর থেকে ২৩-২৫ বছর বয়সের এক অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশের সুরতহাল ও সব প্রক্রিয়া শেষ করে আগামীকাল (বুধবার) ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’