লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে নির্বাচন বর্জন ও হরতাল সমর্থনে লাঠি মিছিল করেছে ছাত্রদলের নেতা কর্মীরা।
আজ শনিবার দুপুরে লালমনিরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দের নেতৃত্বে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে লাঠি মিছিল বের করা হয়।
পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনে ব্যস্ত থাকার সুযোগকে কাজে লাগিয়ে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে লাঠি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।
মিছিলে ছাত্রদলের নেতা কর্মীরা হাতে লাঠি নিয়ে হরতালের সমর্থনে ও ডামি নির্বাচন বর্জনের স্লোগান দেন।