হোম > সারা দেশ > রংপুর

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুর বোচাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুনীল চন্দ্র রায় (২৮) নামের একজন কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার ইশানিয়া ইউনিয়নের ইসলামপুর মোড়ে মালবাহী একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান।

নিহত ব্যক্তি বোচাগঞ্জ উপজেলার সহষপুর গ্রামের বাসিন্দা সমর চাঁদ রায়ের ছেলে। সুনীল চন্দ্র রায় ঢাকার মিরপুর-২ এলাকায় ডিএমপিতে ট্রান্সপোর্ট বিভাগে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলে।

জানা গেছে, ঘটনার দিন অসুস্থ স্ত্রীর জন্য সেতাবগঞ্জ বাজার থেকে ওষুধ কিনে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মাথায় হেলমেট থাকার পরেও মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুনীল রায় মৃত্যুবরণ করেন।

নিহত সুনীলের স্ত্রী বিউটি রাণী জানান, তাঁদের দুই ছেলে রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সহষপুর সোনাহার শ্মশানে নিহতের দাহ কার্য সম্পাদন করা হয়েছে।

এ বিষয়ে বোচাগঞ্জ থানায় ট্রাক চালকের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় একটি মামলা (মামলা নম্বর ১৩) দায়ের হয়েছে। মামলার নিশ্চিত করেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন