হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় ছুরিকাঘাতে শ্রমিককে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুখদেব কুমার সরকার (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে পৌরশহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকার বিথী দই কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার কর্মচারী মনির হোসেন ও সুমন নামে দুজনকে থানায় নিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। নিহত সুখদেব বগুড়ার শিবগঞ্জ থানার দেউলিয়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বীরেন চন্দ্র সরকারের ছেলে। 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সুখদেব প্রায় ১০ বছর ধরে গোবিন্দগঞ্জ পৌরশহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকায় বিথী দই ভান্ডার কারখানায় কারিগর হিসেবে কাজ করেন। প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে কারখানায় কাজ করছিলেন। এ সময় রাত পৌঁনে ৪টার দিকে কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে। তাঁর ডাক-চিৎকারে কারখানার অন্যরুমে থাকা দুই ব্যক্তি মুমুর্ষ অবস্থায় সুখদেবকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে বর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 
 
নিহতের স্ত্রী নমিতা রানী বলেন, সংসারে একমাত্র উপার্জনকারী স্বামীকে হত্যা করা হয়েছে। বড় মেয়ের বয়স ৪ বছর এবং কোলে ২ মাসের কন্যা সন্তান নিয়ে দুঃচিন্তায় পড়ে গেলাম। সন্তানদের জন্য সারা দিনরাত পরিশ্রম করে মাসে ২ থেকে ৩ বার বাড়িতে আসতেন। এখন এই শিশু সন্তান নিয়ে কিভাবে দিন কাটাব আমি। স্বামী হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচার চাই। 

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। কারখানার দুই শ্রমিককে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। সেইসঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সাবেক এমপি নাজমীন আটক

ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষ, সাবেক সেনা সদস্যের মৃত্যু

আন্দোলনকারীদের ওপর রামদা দিয়ে হামলা চালানো সেই যুবক গ্রেপ্তার

জেলা কমিটির বিরুদ্ধে বালিয়াডাঙ্গী বিএনপির হরতাল, আধা বেলা পর প্রত্যাহার

ঢাকা-রংপুর মহাসড়কে ঘন কুয়াশায় একসঙ্গে ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫

ভয়ংকর ব্রহ্মপুত্রযাত্রা

কুড়িগ্রামে আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

খানসামায় ১২ শতক জমির ভুট্টাগাছ কেটে নিল দুর্বৃত্তরা

রংপুরে সড়ক দুর্ঘটনায় ৫ প্রাণহানি

সেকশন