হোম > সারা দেশ > রংপুর

মরিচের গুঁড়া ছিটিয়ে মসজিদের ইমামকে কুপিয়ে জখম 

নীলফামারী প্রতিনিধি

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে নীলফামারীতে কারি আবুল হোসেন (৬৪) নামে এক ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার নীলফামারী-ডোমার সড়কের দোলাপাড়ার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

আবুল হোসেন সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের মালুটারির মৃত সমেজ উদ্দিনের ছেলে। তিনি কানাইকাটা তেঁতুলতলা ঘুন্টিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে বাড়ি থেকে সাইকেলে করে মসজিদ সংলগ্ন মাদ্রাসায় শিক্ষার্থীদের পড়াতে যাচ্ছিলেন আবুল হোসেন। তিনি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে তার ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। 

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. মমতাজ আলী প্রামাণিক বলেন, ‘উনি একজন ভালো মানুষ। প্রশাসনের কাছে অপরাধীকে দ্রুত গ্রেপ্তারে করার অনুরোধ করছি। তা না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।’ 

 সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা পুলিশের টিম মাঠে কাজ করছে।’ 

এদিকে ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে এলাকাবাসী। বিকেলে হরতকীতলা বাজারে কয়েক হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করেন। তারা দুর্বৃত্তদের গ্রেপ্তার ও তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন