Ajker Patrika
হোম > সারা দেশ > লালমনিরহাট

কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জে এক কলেজছাত্রীকে (২৩) অপহরণের অভিযোগে কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে আজ ভোরে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণের শিকার ওই কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ। 

গতকাল শনিবার জোরপূর্বক অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। জাহাঙ্গীর আলম আঙ্গুর ওই উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম এলাকার রবিউল ইসলামের ছেলে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক। 

পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম আঙ্গুর গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রংপুর কারমাইকেল কলেজের মাস্টার্সে পড়ুয়া এক ছাত্রীকে উপজেলার কাঞ্চনশ্বর গ্রামের নিজ বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা আঙ্গুরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রোববার ভোরে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধার করা হয়। 

কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব মেহেরবান মিঠু জানান, বিষয়টি জাহাঙ্গীর আলম আঙ্গুরের ব্যক্তিগত অপকর্ম। বিষয়টি জেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছে। 
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।

২৬ টুকরা আশরাফুলের ফোন ধরতেন মালয়েশিয়াফেরত বন্ধু জরেজ, বলতেন ‘ব্যস্ত আছে’

ক্যাফেটেরিয়ার খাবারের দাম কমবে, পরিমাণ বাড়বে: বেরোবি উপাচার্য

‘সন্ত্রাসী কর্মসূচি’র প্রতিবাদে রংপুরে কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

বেরোবিতে যৌন হয়রানি যেন থামছেই না, ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

নারী ও পুরুষ সেনা সেজে প্রতারণা করতেন নাজমুল, অতঃপর ধরা

তারুণ্যের উচ্ছ্বাসে ১০৯ বছরের কারমাইকেল কলেজ

পীরগাছায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১৭.১ ডিগ্রি