হোম > সারা দেশ > রংপুর

ভ্যানে অন্যত্র নেওয়ার সময় ৩৯ বস্তা টিসিবি পণ্য আটক করলেন স্থানীয়রা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের বিরলে আটক করা টিসিবি পণ্য। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরলে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ৩ ভ্যানে করে অন্যত্র পরিবহনের সময় পথিমধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৩৩ বস্তা চাল ও ৬ বস্তা ডাল স্থানীয়রা আটক করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ধামইর ইউনিয়নের ঢেরাপাটিয়া মোড়ে এই ঘটনা ঘটে।

বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের গোবিন্দপুর মেহেরবাগ গ্রামের সাহিরুল, শুকদেবপুর গ্রামের পারভেজ ও দারইল গ্রামের শাহিনুর ইসলাম জানান, আজ শনিবার সন্ধ্যার দিকে দুটি ভ্যান ও একটি অটোরিকশায় করে টিসিবির পণ্য বহনের সময় ঢেরাপাটিয়া মোড়ে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তাঁরা ভ্যানগুলো আটক করে চালকদের পণ্যের বিষয়ে জিজ্ঞেস করেন।

ভ্যান চালকেরা স্থানীয়দের জানান, ধামইর ইউপি কার্যালয় থেকে ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু ও সংরক্ষিত সদস্য হারেছা বেগম ৩০ কেজি করে ওজনের ৩৩ বস্তা চাল ও ৫০ কেজি করে ওজনের ছয় বস্তা মসুর ডাল ইউপির কার্যালয় থেকে ঢেরাপাটিয়ায় নিয়ে আসার জন্য তাঁদেরকে ভাড়া নিয়েছেন।

টিসিবির পণ্য পরিবহন করা ভ্যান ও অটোচালকেরা হলেন ধামইর গ্রামের আইজুল (চিকু) ও একই গ্রামের রাশিদুল এবং গোবিন্দপুর মেহেরবাগ (খেড়বাড়ি) গ্রামের ফয়জুল ইসলাম। তাঁরা ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমের নির্দেশে মালামালগুলো পরিবহন করেছেন বলে জানান।

এ বিষয়ে টিসিবির ডিলার ইশতেকার হোসেন লিমন বলেন, টিসিবি পণ্য বিতরণের সময় অনেকে অনুপস্থিত থাকেন। তাঁদের মধ্যে বিতরণের জন্য চাল-ডাল সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমকে দিয়ে দিয়েছি। এ বিষয়ে তাঁরা বলতে পারবেন।

দিনাজপুরের বিরলে আটক করা টিসিবি পণ্য। ছবি: আজকের পত্রিকা

ডিলার ইশতেকার বলেন, গত দুদিন ধরে পণ্য বিতরণ করা হচ্ছে। এবার তেল না থাকায় শুধু চাল ও ডাল অনেকে নিতে না আসায় ইউপি সদস্যদের মাধ্যমে পণ্যগুলো বিতরণ করা হয়েছে। ইউনিয়নে টিসিবির মোট সুফলভোগী ২ হাজার ৮২৪ জন।

ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু বলেন, ডিলারের পয়েন্টে অনুপস্থিত থাকা উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য এসব চাল-ডাল আমার ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আগামীকাল রোববার বিতরণ করা হবে।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশার মোবাইল ফোনে কল করা হয়। তবে তিনি কল ধরেননি।

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

গোবিন্দগঞ্জে চাঁদার দাবিতে মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

এবার গুচ্ছ থেকে বেরিয়ে গেল দিনাজপুরের হাবিপ্রবি

বিএনপি নেতার পাহারায় সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ

সেকশন