হোম > সারা দেশ > রংপুর

এক দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের স্টিম পাইপ ফেটে বন্ধ হয়ে যাওয়া তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ইউনিটটি মেরামতের পর চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎকেন্দ্রর প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। এর আগে শনিবার স্টিম পাইপ ফেটে গেলে ওই ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে একটি ইউনিট ওভারহোলিংয়ে রেখে বাকি দুটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন চলছিল। শনিবার স্টিম পাইপ ফেটে গেলে ওই ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় তৃতীয় ইউনিটটি মেরামত করে পুনরায় চালু করা হয়। এখান থেকে বর্তমানে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তাপবিদ্যুৎকেন্দ্রর প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় মেরামত শেষে তৃতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে তাপবিদ্যুৎকেন্দ্রে সচল দুটি ইউনিট চালতে প্রতিদিন ৩ হাজার ৩০০ টন কয়লার প্রয়োজন হচ্ছে।

প্রধান প্রকৌশলী আরও বলেন, সচল দুটি ইউনিটের মধ্যে তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ২৭৫ মেগাওয়াট এবং ১ নম্বর ইউনিট থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

সেকশন