Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জে নিজ প্রতিষ্ঠানের ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা মামলা দায়ের করলে পুলিশ রাতেই তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক উপজেলার চম্পাতলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

জানা গেছে, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক (৫৩) নিজ বিদ্যালয়ের হিন্দু সম্প্রদায়ের এক ছাত্রীকে (১৩) গত ১১ জুন মোবাইল ফোনে মোবাইলে ফোনে আপত্তিকর প্রস্তাব দেন। সেই কল রেকর্ডটি গত বুধবার রাতে ফাঁস হয়। পরদিন বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ও অভিভাবকেরা প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। 

খবর পেয়ে বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাশপিয়া তাসরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম ও বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেন। 

এ সময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিদ্যালয়ের তালা খুলে দেবেন না বলে জানান। পরে তালা না খুলেই ঘটনাস্থল ত্যাগ করেন ওই তিন কর্মকর্তা। এ ছাড়া ওই দিন বিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে যায় শিক্ষার্থীরা। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান ও দুলাল চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধান শিক্ষকের চরিত্র অনেক আগে থেকেই খারাপ। এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। তার কারণে বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তার শাস্তি হওয়া দরকার।’ 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ঘটনায় মেয়েটির বাবা বৃহস্পতিবার রাতে বাদী হয়ে প্রধান শিক্ষককে আসামি করে মামলা দায়ের করেন। এরপর রাতেই পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার