Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

স্ত্রীর গায়ে গরম ডালের পানি নিক্ষেপ, স্বামী গ্রেপ্তার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

স্ত্রীর গায়ে গরম ডালের পানি নিক্ষেপ, স্বামী গ্রেপ্তার

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় স্ত্রীর গায়ে গরম ডালের পানি নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। 

অভিযুক্ত স্বামী ইসাহাক আলী (৪৬) বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। 

জানা যায়, গতকাল সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে শারীরিক নির্যাতনের পর গরম ডালের পানি দিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে দেন ইসাহাক। এ সময় ভিকটিমের আর্তচিৎকারে প্রতিবেশীরা উদ্ধারের জন্য এগিয়ে এলে ইসাহাক আলী পালিয়ে যান। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে বিরামপুর হাসপাতালে এবং পরে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজে ভর্তি করেন। বর্তমানে ভুক্তভোগী ওই নারী দিনাজপুরের এম রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বিরামপুর থানায় ইসাহাক আলী, তাঁর বাবা আব্দুল জব্বার (৭০) এবং মা আসমা বেগমকে (৬০) আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে দাহ্য পদার্থ দিয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। 

থানায় মামলার পরিপ্রেক্ষিতে বিরামপুর থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইসাহাক আলীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। 

ওসি আরও জানান, অভিযুক্ত ইসাহাক আলী গরম ডালের পানি দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে। এতে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি