হোম > সারা দেশ > রংপুর

মিঠাপুকুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুর থেকে মীশরাত জাহান মিম (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী সাজ্জাদ পারভেজ (২৬)। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেছেন গৃহবধূর বাবা।

আজ রোববার বালুয়ামাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবার বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। 

মিম ওই গ্রামের মোহসীন হাফিজ বাহাদুরের একমাত্র মেয়ে। স্বামী সাজ্জাদ পারভেজ ও সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন তিনি।

পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে একই উপজেলার হযরতপুর গ্রামের আব্দুস সালাম মুন্সির ছেলে সাজ্জাদ পারভেজের সঙ্গে মিমের বিয়ে হয়। তাঁদের ঘরে একটি ছেলেসন্তান রয়েছে। বেশ কিছুদিন আগে থেকে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সাজ্জাদ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাজ্জাদ স্ত্রী মিমের ওপর নির্যাতন শুরু করেন। বিষয়টি জানতে পেরে মেয়ে ও জামাতাকে নিজ বাড়িতে ঘর নির্মাণ করে সেখানেই বসবাসের ব্যবস্থা করে দেন মিমের বাবা। 

আজ গলায় ফাঁস লাগানো অবস্থায় মিমের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

মিমের বাবা মোহসীন হাফিজ বাহাদুর জানান, জামাতা সাজ্জাদ তাঁর মেয়েকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় সাজ্জাদকে আসামি করে থানায় মামলা করেছেন তিনি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিমের বাবা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার