হোম > সারা দেশ > কুড়িগ্রাম

জমি অধিগ্রহণ না করে সেতু নির্মাণের অভিযোগ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে অধিগ্রহণ না করেই ব্যক্তিমালিকানা জমির ওপর সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) এই সেতু নির্মাণ করছে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেও লাভ হয়নি জমির মালিকের। সেতু নির্মাণের কাজ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। 

জানা গেছে, ২০২৩ সালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাত্রখাতা গ্রামের সংযোগ সেতু নতুন করে নির্মাণ শুরু হয়। ৩ কোটি ৪০ লাখ ৩১ হাজার ২৯৬ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কাজ পেয়েছে কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা এ মেসার্স খাইরুল এন্টারপ্রাইজ। 

ভুক্তভোগী জমির মালিক রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য বেশি হওয়ায় তার জমি পাত্রখাতা মৌজার জেলএল নম্বর ১৫, দাগ নম্বর-৩১৩৫-এ প্রায় ৯ শতাংশ জমি সেতুর মধ্যে পড়েছে এবং একটি অখণ্ড জমি সেতু দ্বারা খণ্ডিত হয়েছে। ইতিমধ্যে এই জমির মধ্যে সেতুর পিলারও স্থাপন করা হয়েছে। কয়েকবার কুড়িগ্রামে গিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি জমি অধিগ্রহণ করে ব্যবস্থা নেবেন বলেও জানান। কিন্তু সেতু নির্মাণ শুরু হলেও তাঁরা এখন পর্যন্ত জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ কোনোটিই করেননি।’ 

এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চিলমারী উপজেলার সাবেক ইউএনও মো. মাহবুবুর রহমান জানান, সেতুটি সরকারি জায়গায় করা হচ্ছে। ওই জমির মালিকের জমি রাস্তায় কিছু অংশ পড়েছে, এ জন্য তাঁর জমি অধিগ্রহণ করার দরকার পড়ে না।’ এলজিইডির কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মাসুজ্জামান বলেন, ‘আমি নতুন এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’ 

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার