হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জের সাবেক এমপি কালামসহ ৪৯ জনের নামে মামলা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ৪৯ জনের নামে থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী মো. মামুন খান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি করেন।

আজ শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন, গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ (৬৮), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল (৪০), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাবলু (৬২), কালামের শ্যালক সাবেক মেয়র মুকিতুর রহমান রাফি (৪৫), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু (৪৫), উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফরহাদ আকন্দ (৩৪), সাবেক ওয়ার্ড কাউন্সিলর শাহিন আকন্দ (৫০), কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি (৩৭), ইউপি সদস্য মিন্টু মিয়া (৪০), উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন (৩২), যুগ্ম আহ্বায়ক বাবুল ইসলাম (২৯), পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম মাবিয়ার (৩৪), জাহিদ ইসলাম (৩৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন (৩৪), পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজা (৩৩), রাফসান জানি স্বর্ণাভ (৩৩), মাজেদুল ইসলাম মাহিন (২২), ওয়ালিদ হাসান (২৭), শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উপজেলা সভাপতি নিয়াজ মোর্শেদ (৩২), সাগর ইসলাম (২৯), মুন্না খন্দকার (২৯), জীবন মণ্ডল (৪২), লিখন সরকার (২৮), শাওন আল শাদ (২৬), ফাইয়াজ আনাম শাফিন (২৬), মিজানুর রহমান (৩২), আতিকুর রহমান (৩৪), রাকিবুল ইসলাম রাকিব (২৬), সালমান (২৮), রওশন আলী সনি (৩০), কমেট (৪৫), রুয়েল মণ্ডল (৩৬), দিলীপ মণ্ডল (৩৫), নুর আলম নুরু (২৮), মুন্নু রহমান মুন্না (৩২), মালেক দেওয়ান (২২), চাঁদ মিয়া (৪০), সামিউল আলিম (৩২), সাবেক মেয়রের পিএস পাপ্পু আকন্দ (২৭), রাকিবুল ইসলাম পলাশ (৩৫), খালেক মাহমুদ সুজন (২৫), সজল মহন্ত (৩০), রাহেল (২৩), রঞ্জু মিয়া (৪৫), খালেক (২৬), মাহমুদ হাসান আপেল (২৮), রনি (২৪) ইউনুস আলী (৪২) ও গাজীয়ার রহমান (৩৫)।

মামলায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। তা ছাড়া আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী মামুন খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। গত ১৭ জুলাই বিকেলে গোবিন্দগঞ্জ পৌরসভার সাফিয়া আছাব বিপিএড কলেজ মাঠ থেকে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের ডাকে একটি প্রতিবাদ মিছিল শহরের ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় রাজমতি সুপারমার্কেটের সামনে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্দেশে সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের নেতৃত্বে আসামিরা হামলা চালায়।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ২৫০ জনের নামে মামলা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

গোবিন্দগঞ্জে চাঁদার দাবিতে মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

এবার গুচ্ছ থেকে বেরিয়ে গেল দিনাজপুরের হাবিপ্রবি

বিএনপি নেতার পাহারায় সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ

সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না: সারজিস

সেকশন