Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে ফাইলেরিয়া হাসপাতাল সিলগালা, সরিয়ে নেওয়া হলো রোগী

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

সৈয়দপুরে ফাইলেরিয়া হাসপাতাল সিলগালা, সরিয়ে নেওয়া হলো রোগী

স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় নীলফামারীর সৈয়দপুর ফাইলেরিয়া অ্যান্ড জেনারেল হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে চিকিৎসাধীন তিনজন রোগীকে সদর হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। আজ বুধবার জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আবু হেনা মোস্তফা কামাল অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু মো. আলেমুল বাশার, সিভিল সার্জন কার্যালয়ের ডা. আতিয়ার রহমান শেখ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আলতাফ হোসেন প্রমুখ  উপস্থিত ছিলেন।

জানা যায়, উত্তরাঞ্চলে ফাইলেরিয়ার প্রাদুর্ভাব বেশি হওয়ায় ২০০২ সালে সৈয়দপুরের ধলাগাছ এলাকায় জাপান, কানাডা ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় যাত্রা শুরু করে হাসপাতালটি। ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইম্যুনোলজি (আইএসিআইবি) হাসপাতালটি প্রতিষ্ঠার দায়িত্বে ছিল। ওই সময় হাসপাতালের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক ডা. মোয়াজ্জেম হোসেন স্থানীয়ভাবে ১৮ জন দেশি-বিদেশি চিকিৎসক নিয়ে এর কার্যক্রম শুরু করেন।

সৈয়দপুরে ফাইলেরিয়া হাসপাতাল সিলগালা। ছবি: আজকের পত্রিকাপরে ২০১২ সালে হাসপাতালটিতে সংকট তৈরি হয়। পরিচালনা কমিটির দ্বন্দ্বে ভেঙে পড়ে সেবা কার্যক্রম। মুখ ফিরিয়ে নেয় দাতা সংস্থাগুলো। পরবর্তীতে ২০২১ সালের অক্টোবরে বাংলাদেশ প্যারামেডিকেল অ্যাসোসিয়েশন নামের একটি প্রতিষ্ঠান আইএসিআইবি এর সঙ্গে ভুয়া চুক্তিনামা দেখিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করে।

সৈয়দপুরে ফাইলেরিয়া হাসপাতাল সিলগালা। ছবি: আজকের পত্রিকাএরপর ১০১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ সময় বিভিন্ন জেলা থেকে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে ফেরতযোগ্য জামানতের কথা বলে ৫০ হাজার থেকে ৪ লাখ টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে। পরে নিয়োগ প্রাপ্তরা বেতন-ভাতা না পেয়ে চাকরি ছেড়ে চলে যান। একই ভাবে আবারও (২৬ মে) ২৩ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করায় বিষয়টি প্রশাসনের নজরে আসে। এ ঘটনায় বুধবার জেলা সিভিল সার্জন অফিস অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে সিভিল সার্জন আবু হেনা মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমরা জানতে পারি, এই ফাইলেরিয়া হাসপাতাল অ্যান্ড জেনারেল হাসপাতাল অ্যান্ড ল্যাবের কোনো অনুমোদন নেই। এ ছাড়া এ হাসপাতালে নিয়মিত কোনো চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান কিংবা স্বাস্থ্যকর্মীসহ যেসব সুবিধা থাকা দরকার সেগুলোর কিছুই নেই। তাই হাসপাতালটি সিলগালা করা হয়েছে।’

শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার ওপর হামলা

খানসামায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

হাবিপ্রবিতে ৫ কর্মকর্তা-শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু

রংপুরে হেজবুত তাওহীদ ও স্থানীয় জনতার সংঘর্ষ-আগুন, নেতৃত্বে আ. লীগ নেতা

স্কুল থেকে বিদায়ের আগের দিনেই চিরবিদায়

বৃদ্ধাকে এসিড নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘সন্দেহজনক’

২০০ বছরের মাঠ কেটে পুকুর, উজাড় গাছও