ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে শীত। পৌষের সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের তীব্রতাও। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। ফলে এ সময় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে শিশু ও বয়স্কদের। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) তুহিন মিয়া জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, শীত বাড়ায় হাসপাতালে বয়স্ক ও শিশু রোগীদের সংখ্যা বেড়েছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট ও শীতজনিত সমস্যা নিয়ে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে রোগীরা। অনেকের অবস্থা খারাপ হওয়ায় তাঁরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এই চিকিৎসক বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ রয়েছে। জনবলের ঘাটতির পরও আমরা সেবা দিয়ে যাচ্ছি।’