হোম > সারা দেশ > রংপুর

লাশ এসেছে, এটাই বড় কথা: বিএসএফের গুলিতে ছেলে হারানো বাবা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর লাশ চার দিন পর দেশে ফিরেছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে হিলি সীমান্তের চেকপোস্টের শূন্যরেখায় ভারতের হিলি থানার এসআই প্রিতম সিং বাংলাদেশের হাকিমপুর থানার এসআই হাসিনুর রহমানের কাছে এ লাশ হস্তান্তর করেন। 

এ সময় সেখানে ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার বিসি জোসি ও বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব হোসেন, ওসি আবু সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর এ আলম, পৌর মেয়র জামিল হোসেন, উভয় দেশের বিভিন্ন পর্যায়ের বিজিবি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিএসএফের কাছ থেকে বাংলাদেশি যুবকের লাশ বুঝে পেয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে আমরা তাঁর পরিবারের কাছে হস্তান্তর করব।’

এদিকে বিএসএফের গুলিতে নিহত সাহাবুলের পিতা আবুল হোসেন বলেন, ‘আমার ছেলে ভুল করে ভারতে চলে গেছে, সে জন্য তাঁকে কি গুলি করে মারতে হবে? ছেলেকে তো মেরে ফেলেছে, জীবিত ফেরত পাব না। লাশ এসেছে, এটাই বড় কথা। এখন পুলিশের কাছ থেকে লাশ নিয়ে কবর দেব।’ 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চোরাই পথে সাহাবুল ভারতে চলে যান। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন। পরে বিএসএফ তাঁর লাশ ভারতের মালদা জেলা হাসপাতালে। ময়নাতদন্তের পর সোমবার সন্ধ্যা ছয়টার দিকে লাশটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ। 

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন