ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে এক যুবলীগ নেতার কারখানায় অভিযান চালিয়ে ২ হাজার কেজি পলিথিন তৈরির কাঁচামাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। বর্তমানে তিনি পলাতক আছেন।
আজ সোমবার সদরের সালন্দর এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিনিয়র সহকারী কমিশনার খাইরুল ইসলাম বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারাই ধারাবাহিকতা পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সালান্দার ইউনিয়নের ভূতপাড়া নামক জায়গায় লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ পলিথিনের এ কারখানাটি গড়ে তুলেছেন সদর উপজেলার সালান্দার ইউনিয়নের সেতু হক। তিনি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। দীর্ঘ ৩ বছর ধরে তিনি এই কারখানা পরিচালনা করে আসছিলেন।