মহান মে দিবস, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছয় দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়।
তবে ঈদের ছুটির আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরও দু-এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ জানান, মহান মে দিবস, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১ মে থেকে ৬ মে পর্যন্ত টানা ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে আজ আবারও বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সেই সঙ্গে বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোড ও ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।