হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক 

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

২৪ ঘণ্টা পর নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের বৈদ্যুতিক লাইনের ত্রুটি সারানো হয়েছে। আজ সোমবার ঢাকা থেকে আসা প্রকৌশলীদের দুই ঘণ্টার চেষ্টায় রানওয়ের বৈদ্যুতিক লাইনে ত্রুটি শনাক্ত হয়। পরে বিমানবন্দরের রানওয়ে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়। 

সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে প্রকৌশলীরা সৈয়দপুরে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বৈদ্যুতিক লাইনের ত্রুটি শনাক্ত করেন। দুটি লাইনের মধ্যে একটি সারতে পেরেছেন তাঁরা। অন্যটির কাজ চলছে।’ 

সুপ্লব কুমার বলেন, ‘রাতে একটি লাইন দিয়েই বিমান ওঠানামা স্বাভাবিক করা হয়েছে। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এর ১৫ থেকে ২০ মিনিটের ব্যবধানে ইউএস-বাংলা ও নভোএয়ার এয়ারলাইনসের একটি করে ফ্লাইট অবতরণ করে। রাত সাড়ে ৮টার পর ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।’ 

এর আগে রোববার বিকেলের দিকে হঠাৎ বিমানবন্দরের রানওয়ের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়। এরপর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। এ কারণে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সৈয়দপুরের তিনটি ফ্লাইট বাতিল করে। এতে বিমানবন্দরে আটকা পড়েন ঢাকাগামী দুই শতাধিক যাত্রী। আজ (সোমবার) সকালের ফ্লাইটে আটকে পড়া যাত্রীদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন—

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ