দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র (ফাঁড়ি) থেকে পালানোর এক দিন পর বোনের বাসা থেকে মো. রয়েল (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া গ্রামের মো. আমিনুল ইসলামের বাড়ি থেকে রয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত রোববার (২৩ মার্চ) ভোরে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার কুশদহ ইউনিয়নের কাজীপাড়ার নিজ বাড়ি থেকে ৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় রয়েলকে। আটকের ৪০ মিনিট পর ফাঁড়ির হাজত খানার গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি।
আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, পুলিশ ফাঁড়ি থেকে আসামি পালানোর পর কয়েক জায়গায় অভিযান চালানো হয়। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া বোনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, আটকের পর মাদক কারবারি রয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।