হোম > সারা দেশ > রংপুর

শৈত্যপ্রবাহে রসুন নিয়ে দুশ্চিন্তায় খানসামার কৃষকেরা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

উত্তরের জেলাগুলোতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় রসুনের গাছের পাতা হলুদ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার কৃষক-কিষানিরা। কীটনাশক স্প্রে করেও মিলছে না সুফল। তবে কৃষি বিভাগ বলছে এটি আবহাওয়াজনিত বিষয়। দুশ্চিন্তার কিছু নয়। এ সময় বাড়তি যত্ন করলে শৈত্যপ্রবাহ কেটে গেলে রসুনের এ সমস্যা কেটে যাবে।

আজ সোমবার সকালে উপজেলার গোয়ালডিহি, হাসিমপুর, কাচিনীয়া, গুলিয়ারা ও বালাপাড়া গ্রাম ঘুরে দেখা যায় বিস্তীর্ণ মাঠজুড়ে রসুনের চাষ হয়েছে। কয়েক সপ্তাহ ধরে জেঁকে বসা শীত ও ঘন কুয়াশায় রসুনের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। এটি টিপবার্ন রোগ বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। এদিকে গত বছরগুলোতে রসুনের মাধ্যমে কৃষকরা লাভবান হলেও এবার দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৬টি ইউনিয়নে রসুন চাষ হয়েছে ১ হাজার ৬২০ হেক্টর জমিতে, যা গত বছরে ছিল ১ হাজার ৫০০ হেক্টর। 

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বিঘা জমিতে রসুন চাষে বীজ, সার, সেচ, হাল ও পরিচর্যা বাবদ এ বছর খরচ হয়েছে ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার টাকা। এবার বীজের দাম বেশি হওয়ায় খরচটা বেড়ে গেছে। আর প্রতি বিঘায় ফলন হয় ৪৫-৬০ মণ। প্রতি মণের বর্তমান বাজারমূল্য ৭-৮ হাজার টাকা। তাই খরচ বেশি হওয়ার পরও ভালো লাভের আশা করছেন তাঁরা। তবে গাছের পাতার রং পরিবর্তন দুশ্চিন্তায় ফেলেছে।

গোয়ালডিহি জমির শাহ পাড়া এলাকার রসুনচাষি রিশাদ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘রসুনগাছের পাতার রং এমন পরিবর্তন হচ্ছে দূর থেকে দেখলে মনে হয় সরিষার খেত। কীটনাশক ও স্প্রে ব্যবসায়ীদের পরামর্শে পরিচর্যা করেও অবস্থার উন্নতি হচ্ছে না। এক বিঘা জমিতে রসুন চাষ করছি। এমনিতেই বীজ ও সার-কীটনাশকে খরচ হচ্ছে। আবার এ সমস্যায় চরম দুশ্চিন্তায় পড়ে গেছি।’ 

বালাপাড়া গ্রামের কৃষক জাকারিয়া ইসলাম বলেন, এমনিতেই চাষাবাদে খরচ বেশি। তার ওপর এ অবস্থা চিন্তায় রেখেছে। কৃষি বিভাগ তো বলছে যে আবহাওয়ার কারণে এমন হচ্ছে, আতঙ্কের কিছু নাই। 

খামারপাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শ ম জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী আমরা সব সময় খেত পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আশা করি কৃষকেরা ক্ষতির সম্মুখীন হবে না।’ 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘এটা স্বাভাবিক বিষয়। এবার শীত বেশি হওয়ায় টিপবার্ন রোগটা বেড়েছে। তাপমাত্রা বৃদ্ধি হলে এই অবস্থার উন্নতি হবে। কৃষকদের সচেতনতার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাই আতঙ্কিত না হয়ে যেকোনো প্রয়োজনে কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন