হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় যুবক নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় আহসান হাবিব (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব কুড়িগ্রামের উলিপুর উপজেলার মণ্ডলের হাট গ্রামের সেকেন্দার আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, হাবিব রংপুর শহরের বাসায় স্ত্রীকে রেখে মোটরসাইকেল চালিয়ে উলিপুরে গ্ৰামের বাড়ি ফিরছিলেন। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়ার মীরবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন হাবিব। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মীরবাগ বাজারে পল্লি চিকিৎসকের চেম্বারে নিয়ে যায়। সেখানে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

স্থানীয় লোকজন বলেন, বেপরোয়া গতিতে আসা পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়ায় চালক সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত হয়ে মারা যান তিনি। 

কাউনিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিমুর রহমান বলেন, গতকাল হাবিব স্ত্রীকে রংপুর শহরের বাসায় রেখে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মারা যান তিনি। রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ইন্সপেক্টর আরও বলেন, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাঁদের মুচলেকা নিয়ে মরদেহ হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার