Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ঘোড়াঘাটে জোড়া খুন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাটে জোড়া খুন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে জোড়া খুন মামলার প্রধান আসামি মো. আজাহার আলী মণ্ডলকে (৬৩) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর সদর থানা এলাকা থেকে গতকাল রাত ৩টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ঘোড়াঘাট ইউনিয়নের খোদাতপুর গ্রামে।

গত ২৫ জানুয়ারি সকালে ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মনোয়ার হোসেন মিম (২৫) ও মো. রাকিব হোসেন মণ্ডল (২২)।

এ ঘটনায় নিহত মনোয়ার হোসেন মিমের (২৫) বাবা মো. হায়দার আলী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবীর আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে হত্যা মামলার আসামি মো. আজাহার আলী মণ্ডলকে (৬৩) ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে