পঞ্চগড় প্রতিনিধি
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে পেপারলেস স্মার্ট সরকারব্যবস্থা গড়ে তোলা হবে। এতে সরকারি যেকোনো সেবা পেতে নাগরিকদের দপ্তরে ঘুরতে হবে না।
আজ শনিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণকাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। দেবীগঞ্জ পৌর এলাকার কলেজপাড়ায় ৩ একর জায়গায় ৬০ কোটি টাকা ব্যয়ে এই আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য দেশে পেপারলেস স্মার্ট সরকারব্যবস্থা গ্রহণ করা। স্মার্ট বাংলাদেশে সরকারের কোনো সেবা পেতে, স্মার্ট নাগরিককে সরকারের কোনো দপ্তরে ঘুরতে হবে না। তার স্মার্ট ফোনের মাধ্যমেই পেপারলেস স্মার্ট সার্ভিস পেয়ে যাবেন।’
এই সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, পুলিশ সুপার সিরাজুল হুদা প্রমুখ।
জুনায়েদ আহমেদ পলক বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার পঞ্চগড়বাসীর জন্য প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। এতে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, একই সঙ্গে তথ্যপ্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পাবে।
তিনি বলেন, আজ ইন্টারনেটকে প্রধানমন্ত্রী সুলভ ও সহজ করেছেন। বর্তমানে ১৩ কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। যা ১৫ বছর আগে মাত্র ৫০ লাখ ছিল। এখন প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েরা ইউরোপ, আমেরিকার মতো আধুনিক প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে পারবে। তারা রোবটিক্স এ ইন্টারনেট অফ থিমস, আর্টিফিশিয়াল, ইন্টারনেট সাইবার সিকিউরিটি, ভার্চুয়ালিটি সম্পর্কে হাতের কলমে জানার সুযোগ পাবে।