Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

মায়ের কোলে ফিরলেন মানসিক ভারসাম্যহীন হানজালা

জসিম উদ্দিন, নীলফামারী

মায়ের কোলে ফিরলেন মানসিক ভারসাম্যহীন হানজালা

‘আল্লাহ আমার কথা শুনেছে। পাগল ছেলেটাকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। খালি বুকটা যেন শান্তিতে ভরে গেল!’ হারানো ছেলে আবু হানজালাকে বুকে জড়িয়ে কথাগুলো বলছিলেন মা মেহেরুন নেসা। ২০১০ সালে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন আবু হানজালা (৩২)। মাঝেমধ্যেই হারিয়ে যেতেন এবং ৮ থেকে ১০ দিন পর বাড়িতে ফিরে আসতেন। প্রায় পাঁচ বছর নিখোঁজ হয়ে আর ফেরেননি হানজালা। 

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর গ্রামের পাঠানপাড়ার মৃত একরামুল হকের ছেলে হানজালা। তিনি পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট। বাবা রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন, ২০০৩ সালে মারা যান। এখনো বেঁচে আছেন মা মেহেরুন্নেছা (৭২)। 

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে পাঁচ বছর পর দেখা হয় মা ও ছেলের। 

এর আগে গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে বড় দুই ভাই মানিকুল ইসলাম ও আবু তালহার হাতে তুলে দেওয়া হয় হানজালাকে। 

একই জাহাজে বাংলাদেশের ১৭৩ নাগরিক মিয়ানমার থেকে ওই দিন দেশে ফিরেছেন। মিয়ানমার থেকে রওনা হওয়ার আগেই তাঁদের পরিচয় ও নাগরিকত্ব বাংলাদেশ সরকার যাচাই করে। এই ১৭৩ বাংলাদেশির বেশির ভাগ সাগরে ও নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তরক্ষীদের দ্বারা আটক হন। কেউ কেউ জেলে ছিলেন। 

কক্সবাজার সদরের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল জেটিঘাটে উপস্থিত থেকে আগত বাংলাদেশি নাগরিকদের অভ্যর্থনা জানান। এরপর ইমিগ্রেশন ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তারপর অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ১৭৩ ব্যক্তিকে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

হানজালার গলায় ঝোলানো আইডি কার্ড। ছবি: আজকের পত্রিকাআজ তাঁকে নিয়ে বাড়িতে ফেরেন বড় ভাই আবু তালহা। হানজালার গলায় ঝোলানো মিয়ানমারের ভাষায় লেখা একটি কার্ড। সেখানে তাঁকে জেলে বলে পরিচয় দেওয়া হয়েছে। 

সরেজমিনে দেখা যায়, হানজালা বাড়িতে ফেরার কথা শুনে তাঁর বাড়িতে গ্রামবাসীরা ভিড় করে। এ সময় নিশ্চুপ ভারসাম্যহীন আবু হানজালা উপস্থিত প্রতিবেশীদের মধ্যে অনেকের নাম ধরে ডাকছিলেন। সেই সময় তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করে জানা যায়, জেলখানায় বন্দী ছিলেন তিনি। খাবার, ওষুধ নিয়মিত পেয়েছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে নামাজ আদায় করতেন। কিন্তু কীভাবে সেখানে গেলেন ও কাদের সঙ্গে গেলেন, এমন প্রশ্নের উত্তরে-শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকেন। 

হানজালার বড় ভাই আবু তালহা আজকের পত্রিকাকে বলেন, ‘সবাই ধরে নিয়েছি, সে আর বেঁচে নাই। হানজালার কথা সবাই প্রায় ভুলেই গিয়েছিলাম। গত রোববার (২১ এপ্রিল) গভীর রাতে পুলিশ বাড়িতে এসে জানায় মিয়ানমার থেকে দেশে আসছে আবু হানজালা। শুনেই আমরা আনন্দ কেঁদে ফেলেছি। আমরা বুঝতে পারছি না হানজালা কীভাবে মিয়ানমারে গেল!’

জমি চাষের সময় ট্রাক্টরের ফলায় প্রাণ গেল যুবকের

রংপুরের তিন কলেজে ছাত্রদলের আংশিক কমিটি

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, পাঁচ যুবক গ্রেপ্তার

পঞ্চগড়ে আটক ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

আমাদের কর্মীরা বিশৃঙ্খল নয়, দেশ গড়ার ক্ষেত্রেও তারা দায়িত্বশীল: জামায়াতের আমির

গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন

নতুন কার্ড এল ৭০০০ দুশ্চিন্তায় ৩৪০০০

তারাগঞ্জের সেই মাঠে নারীদের ফুটবল ম্যাচ

বাধার মুখে বন্ধের ২০ দিন পর তারাগঞ্জের সেই মাঠে খেলল নারী ফুটবল দল