হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ৪ দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা থিয়েটারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় শহীদ মিনার চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে উৎসবের এর উদ্বোধন করা হয়। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য আসাদুল্লাহ ফারাজী উৎসবের উদ্বোধন করেন।

এবারের স্লোগান ‘অশুভ বিনাশী লড়াই ঐকতানে চলি সবাই’। উদ্বোধনের পর শহীদ মিনার চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এর আগে এক আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদল, ৩৫ বছর উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব আরিফুল ইসলাম বাবু প্রমুখ।

দুপুর ১২টায় ইসলামিয়া হাইস্কুল মাঠে পাতা খেলা, বিকেল ৪টায় কানন থিয়েটারের নাটক ‘বউ’ এবং গাইবান্ধা থিয়েটার ও নন্দন থিয়েটারের নাটক ‘গাঁও গ্যারামের কিচ্ছা’, সন্ধ্যায় আলোচনা, কুড়িগ্রামের কৃপা সিন্ধু ও তার দলের কৃষাণ পালা-বনবাসে সীতা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ১২ জানুয়ারি পৌর শহীদ মিনার চত্বরে সন্ধ্যা ৫টায় আলোচনা, রংপুর থিয়েটার ফোর্সের নাটক ‘যুদ্ধ সে আর নয়’, গাইবান্ধা অন্তরঙ্গ থিয়েটারের নাটক ‘ঈশ্বরের সন্তান নয়’, ‘অভিশাপ’ এবং সুন্দরগঞ্জ নাছিমা পুতুল নাচ প্রতিষ্ঠানের পুতুল নাচ দেখানো হবে। ১৩ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৫টায় পৌর শহীদ মিনার চত্বরে রংপুর প্রতিবন্ধী সংগীত অঙ্গনের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের গান, লালমনিরহাট কাশিয়াবাড়ি দুর্গাপুরের যাত্রাপালা ‘সাগর ভাসা’ পরিবেশন করা হবে। ১৪ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা ৬টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সেমিনার প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক জহুরুল কাইয়ুম এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সেলিম আল দীনের গান পরিবেশন করা হবে।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার