ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার দুটি ইটভাটার মালিককে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা আরোপ করে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জোন ও রাণীশংকৈল উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইটভাটাগুলো হলো- উপজেলার রাতোর ইউনিয়নের আইনুল হকের মালিকানাধীন এমএবি ব্রিকস এবং আব্দুল আজিজের এসএবি ব্রিকস।
অভিযান পরিচালনার সময় উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যসহ রাণীশংকৈল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা আজকের পত্রিকাকে জানান, ইটভাটা দুটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং বিদ্যালয়ের পাশে ভাটা দুটি স্থাপন করার দায়ে এ দণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা আরও বলেন, ‘ভাটা দুটির সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’