হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে ঘুমের মধ্যে সাপের দংশন, ২ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ঘুমের মধ্যে সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রাম ও সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই শিশুর নাম জান্নাতুন (১২) ও আদিত্য রায় (৭)। জান্নাত সদরের বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে। আদিত্য একই উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামের সনাতন রায়ের ছেলে। 

জান্নাতের স্বজনেরা জানান, প্রতিদিনের মতো গতকাল রাতের খাবার খেয়ে নিজের শোবার ঘরে ঘুমাতে যায় জান্নাত। দিবাগত রাত ৩টার দিকে তার হাতে কামড় দেয় একটি বিষধর সাপ। সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

একই রাতে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। হঠাৎ আদিত্য বুঝতে পারে তাকে সাপে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পর বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। সেখানে নেওয়ার পথেই মারা যায় আদিত্য। 

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাকিবুল আলম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপে কামড়ানোর পর অনেক দেরিতে তাদের হাসপাতালে আনা হয়।

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

গোবিন্দগঞ্জে চাঁদার দাবিতে মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

এবার গুচ্ছ থেকে বেরিয়ে গেল দিনাজপুরের হাবিপ্রবি

বিএনপি নেতার পাহারায় সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ

সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না: সারজিস

সেকশন