Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বোচাগঞ্জে আ. লীগের ৮ নেতা বহিষ্কার

প্রতিনিধি দিনাজপুর

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বোচাগঞ্জে আ. লীগের ৮ নেতা বহিষ্কার

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের বহিষ্কার করে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। 

গত মঙ্গলবার বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়। 

বহিষ্কৃত নেতারা হলেন, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ১ নম্বর নাফানগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আফছার আলী, ৫ নম্বর ছাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মো. খাদেমুন্নবী চৌধুরী বাদল, ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান, ৬ নম্বর রনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মো. আমিনুল হক, ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মাহফুজুর রহমান ও মো. রফিকুল ইসলামকে আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবি হতে বহিষ্কার করা হয়েছে। 

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আফছার আলী স্বাক্ষরিত বহিষ্কার পত্রে বলা হয় আজ হতে বহিষ্কৃতদের সঙ্গে আওয়ামী লীগের কোনো রকম সম্পর্ক নেই। 

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

হত্যাসহ ৪ মামলায় পঞ্চগড়ে ছাত্রলীগের সভাপতি কারাগারে

জমি চাষের সময় ট্রাক্টরের ফলায় প্রাণ গেল যুবকের

রংপুরের তিন কলেজে ছাত্রদলের আংশিক কমিটি

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, পাঁচ যুবক গ্রেপ্তার

পঞ্চগড়ে আটক ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

আমাদের কর্মীরা বিশৃঙ্খল নয়, দেশ গড়ার ক্ষেত্রেও তারা দায়িত্বশীল: জামায়াতের আমির

গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন

নতুন কার্ড এল ৭০০০ দুশ্চিন্তায় ৩৪০০০

তারাগঞ্জের সেই মাঠে নারীদের ফুটবল ম্যাচ