বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরলে আমবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায়। এতে ট্রাকে থাকা তারিকুল ইসলাম তারেক (৩৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৬টার দিকে ধামইর ইউনিয়নের নিজামপুর গ্রামের পাশের দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা শাহ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত তারিকুল ইসলাম রংপুর জেলার সদর উপজেলার দর্শনা মোড়ের লাল মিয়ার ছেলে। তিনি বিরল পৌর শহরের হুসনা গ্রামের সামছুল মিয়ার মেয়ের জামাই।
বিরল থানার ওসি গোলাম মাওলা শাহ বলেন, দিনাজপুরগামী আমভর্তি একটি ট্রাক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আমগাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ট্রাকে থাকা তারিকুল ইসলাম তারিক নিহত হন। এ সময় ট্রাকের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকচালক আহত অবস্থায় পলাতক রয়েছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে ।