হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে ধানখেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রিফাত হোসেন (২০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘুরনগাছা গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রিফাত ঠাকুরগাঁও পৌর শহরের আর্ট গ্যালারি এলাকার নুরে আলমের ছেলে। রিফাত একজন অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ঘুরনগাছা গ্রামের একটি ধানখেতে গলাকাটা অবস্থায় এই যুবকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানালে তিনি থানার পুলিশকে খবর দেন। 

রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বলেন, ‘সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন ওই লাশ দেখে আমাকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। গ্রামের অনেকেই লাশটি দেখেছেন। তবে কেউ নিহত যুবকের পরিচয় জানাতে পারেননি। পরে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড, সেটা বের করতে তদন্ত চলছে। ক্রাইম সিন টিম ঘটনাস্থলগুলো পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

সেকশন