হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণী আটক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. কবির হোসেন।

আটক দুই তরুণীর একজন মোছা. হাসিনা আক্তার বেবি (১৮)। তিনি বালুখালি ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-৯ এর বাসিন্দা। বাবার নাম তৈয়ব এবং মায়ের নাম আরফা বেগম। অপর তরুণীর নাম মোছা. খুরশিদা। তিনি একই ক্যাম্পের ব্লক ডির বাসিন্দা। তাঁর বাবার নাম সৈয়দ আহম্মদ এবং মায়ের নাম সৈয়দা খাতুন।

এ বিষয়ে কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসিনা আক্তার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ব্যাপারীপাড়া বালিয়ামারী গ্রামের আজিজুল হক ও নুরনেসা বেগমের সন্তান এবং খুরশিদা আক্তার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ বাউনিয়ার চর গ্রামের ফয়জার শেখ ও রাবেয়া খাতুনের সন্তান পরিচয়ে জন্মনিবন্ধন সনদ নিয়ে পাসপোর্ট করতে আসেন। এ সময় তাদের সঙ্গে কথা বলে সন্দেহ হয়। এবং তারা ঠিকমতো বাংলা বলতে পারছিলেন না। তাদের কথা শুনে মনে হয় তারা রোহিঙ্গা। পরে তাদের কুড়িগ্রাম সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ‘আটক দুই তরুণীকে জেলা পুলিশের ডিএসবি শাখায় হস্তান্তর করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ