রংপুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইভিএমের ফলাফল প্রত্যাখ্যান করেছেন জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম খোকন। একই সঙ্গে ইভিএম পদ্ধতি বাতিল করে ব্লক সাইন টেকনোলজি এবং ই-ভোটিং সিস্টেমের দাবি জানান। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর এক কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা জানান।
এ সময় খোরশেদ আলম বলেন, ‘নির্বাচনের দিনে ইভিএমে জটিলতা ও অস্বাভাবিকতা সৃষ্টি হয়েছিল। কিছু কেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট ছিল এবং ভোট দেওয়ার সময় অনেক মেশিন বন্ধ হয়ে যায়। এমনকি মেশিনের বাটন ঠিকমতো কাজ করেনি। সেখানে ইভিএম চালু করতে এক থেকে দুই ঘণ্টা সময় লেগে যায়। অনেকেই এ ধরনের প্রযুক্তির সঙ্গে পরিচিত না হওয়ায় ভোট দিতে না পেরে দীর্ঘক্ষণ লাইনে থেকে বাড়ি চলে যান।’
খোরশেদ আলম আরও বলেন, ভোট কেন্দ্রগুলোতে যেভাবে কেন্দ্র দখলে হানাহানি মারামারি আহত কিংবা নিহত হওয়ার ঘটনা ঘটে তা স্থায়ীভাবে বন্ধ হওয়া উচিত। এ জন্য ইভিএম প্রযুক্তির বদলে ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে ই-ভোটিং প্রক্রিয়ায় ঘরে বসে ভোট প্রদানের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
এ সময় জাকের পার্টির বিভাগীয় সভাপতি আশরাফুজ্জামান সহ জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।