Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনার হুমকি দিয়ে টাকা দাবি, ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

গাইবান্ধা প্রতিনিধি

ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনার হুমকি দিয়ে টাকা দাবি, ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহজাহান আলী (৪৫) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাকাইহাট বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটক শাহজাহান আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়া গ্রামের বাসিন্দা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এক ওষুধের দোকানে ৫০ হাজার টাকা দাবি করেন শাহজাহান আলী। বিষয়টি সন্দেহ হলে দোকানি তাঁকে আটক করেন। পরে বাজারের লোকজন এসে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

বাজারের ওষুধ ব্যবসায়ী জয় চন্দ্র বর্মণ বলেন, শাহজাহান আলী নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি জানাজানি হলে ব্যবসায়ী ও স্থানীয়রা গণধোলাই দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে শাহজাহান আলীকে জনতার কবল থেকে উদ্ধারের পর আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা