হোম > সারা দেশ > রংপুর

‘বাংলাদেশের স্বাস্থ্য খাত ধ্বংস হলে পার্শ্ববর্তী দেশের লাভ হয়’

রংপুর প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. ফরহাদ হালিম ডোনার। ছবি: আজকের পত্রিকা

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত ধ্বংস হলে পার্শ্ববর্তী দেশের লাভ হয়। দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতের জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে পার্শ্ববর্তী দেশ। পার্শ্ববর্তী দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় দেওয়ার লক্ষ্যে একটি মাস্টারপ্ল্যান করে বিগত সরকার দেশের স্বাস্থ্য খাত দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে।

আজ বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ড্যাব রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।

হালিম ডোনার বলেন, বিগত সরকার দুর্নীতি করেও যদি স্বাস্থ্য খাতের উন্নতি করত, তা হলেও ভালো হতো। সেটাও হয়নি। বিএনপি সরকার ২০০৬ সালে স্বাস্থ্য খাতে যা করেছে গেছে, তার থেকে উন্নতি তো হয়নি, বরং গত ১৬ বছরে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার।

ড্যাবের এই নেতা বলেন, বিএনপি সমমনা দল ক্ষমতায় এলে আগামী ১০ বছরের জন্য স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার ৩১ দফার মধ্যেও স্বাস্থ্য খাতের কথা বলা হয়েছে।

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ