ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর গ্রামে দিনব্যাপী বউমেলা হয়েছে। আজ বৃহস্পতিবার সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির চত্বরে এই মেলার আয়োজন করা হয়। প্রতি বছর লক্ষ্মীপূজার পরদিন জাঁকজমকভাবে আয়োজন করা হয় দিনব্যাপী এই মেলার।
ফুলবাড়ী বউমেলায় কেবল নারীরা কেনাকাটা করতে পারেন। পুরুষ ক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। তবে মেলায় পুরুষ বিক্রেতা থাকেন। মেলায় উপস্থিতি বাড়াতে আগের দিন এলাকায় মাইকিং করা হয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মেলাজুড়ে শামিয়ানা টানিয়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মেলায় মেয়েদের প্রসাধনীসহ ছোটদের খেলনাসামগ্রী, হস্তশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার পাওয়া যায়।
মেলার আয়োজক সুজাপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘লক্ষ্মীপূজা উপলক্ষে ৬৫ বছর ধরে এই বউমেলার আয়োজন করা হচ্ছে। স্থানীয় জমিদার বিমল বাবু এই মেলার প্রচলন করেন। এই মেলা শুধু নারীদের জন্য এবং এখানে ক্রেতা হিসেবে পুরুষের প্রবেশ নিষেধ। মেলার নিরাপত্তার জন্য পুলিশসহ ভলান্টিয়াররা নজরদারি করেন।’