হোম > সারা দেশ > পঞ্চগড়

গুলি করে হত্যার ৩ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি 

বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ। ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদরের ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) লাশ তিন দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আল আমিনের লাশ হস্তান্তর করা হয়।

পরিবারের পক্ষে লাশ গ্রহণ করেন নিহত আল আমিনের বড় ভাই মোস্তফা কামাল। আজ বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

গতকাল রাতে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাংলাবান্ধা আইসিপি দিয়ে বিএসএফ আল আমিনের লাশ হস্তান্তর করে। এ সময় বিএসএফের পক্ষে ভারতের রাজগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর অনুপম মজুমদার এবং বিজিবির পক্ষে তেঁতুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহত আল আমিনের মরদেহ ফেরত আনার জন্য কূটনৈতিক যোগাযোগ ও পতাকা বৈঠক করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরত দেয় বিএসএফ।

নিহত আল আমিনের বাড়ি পঞ্চগড় সদরের হরিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের সুরুজ আলীর ছেলে।

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ