হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে ঘন কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নিহত ২

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটলে দুজন নিহত হন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহীদ লে. সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু রশিদুল ইসলাম (৩৯) ও কামাল হোসেন খোকন (৩৯)।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রশিদুল ইসলাম উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারিয়া মুন্সীপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। কামাল হোসেন খোকন বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে। রশিদুল ধান-চাল ও চাতাল ব্যবসায়ী। খোকন সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যবসা করতেন।

নিহতদের স্বজনেরা জানান, তাঁরা দুজন গত বৃহস্পতিবার ব্যবসায়িক কাজে রংপুরে যান। কাজ শেষে মোটরসাইকেলে রংপুর থেকে ভূরুঙ্গামারী আসার পথে রাত ৩টার দিকে জয়মনিরহাট ইউনিয়নের শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে রশিদুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। খোকনের চিৎকারের এলাকাবাসী এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে খোকন মারা যান।

ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নীলফামারীর উত্তরা ইপিজেডের কারখানায় বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় বহিষ্কার ৮

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ব্যক্তির লাশ দাফন, চেয়ারম্যানের বিচার দাবিতে বিক্ষোভ

নীলফামারীতে আদালত চত্বরে জনরোষের শিকার সাবেক এমপি আফতাব

ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ৭০

বিরামপুরে মুসলিমদের সহমর্মিতায় অভিভূত হিন্দু পরিবার

সৈয়দপুরে সিনেমা হলে ফিরছে দর্শক, দিনে লাখ টাকার টিকিট বিক্রি

টানা ৯ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বিয়েবাড়িতে অবরুদ্ধ লোকজনকে উদ্ধারে গিয়ে আটকে পড়া ওসিকে উদ্ধার করল সেনাবাহিনী