রংপুরের গঙ্গাচড়ায় ডেভিল হান্ট অভিযানে সাইয়েদুল ইসলাম মনা নামের এক যুবলীগ নেতা আটক হয়েছেন। সেনাবাহিনী ও গঙ্গাচড়া থানা-পুলিশের যৌথ অভিযানে গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের পীরেরহাট বাজার থেকে তাঁকে আটক করা হয়।
জানা গেছে, সাইয়েদুল ইসলাম মনা কোলকোন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং একই ইউনিয়নের পীরেরহাট এলাকার মোখলেছার রহমানের ছেলে। দেশকে অস্থিতিশীল করার প্রস্তুতির অভিযোগে সাইয়েদুলকে আটক করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে সাইয়েদুল ইসলাম মনাকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’