কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে ৭৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে জেলে আছর আলীর জালে মাছটি ধরা পড়ে।
আছর আলী জানান, আজ বৃহস্পতিবার দুপুরে মাছটি ধরা পড়ার পর মারুফ নামে এক অনলাইন ব্যবসায়ী সেটি কিনে নেন। তিনি মাছটি ঢাকায় পাঠাবেন বলে জানিয়েছেন। মাছটি বিক্রি করে প্রায় পৌনে এক লাখ টাকা রোজগার করেছেন বলে জানান আছর আলী।
তিনি বলেন, এমন বড় আকারের মাছ সব সময় ধরা পড়ে না। আজ অনেক দিন পর এত বড় মাছ জালে ধরছে।
প্রান্তিক অনলাইন শপের সদস্য মারুফ জানান, বাগাড়টি ওজনে প্রায় ৭৫ কেজি। ব্রহ্মপুত্র নদে প্রায়ই বিশালাকার বাগাড় ধরা পড়ে। মাছটি এক হাজার ৫০০ টাকা কেজি দরে ঢাকায় বিক্রি করা হয়েছে। এর মোট মূল্য প্রায় এক লাখ ১২ হাজার টাকা।