গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় রবি চন্দ্র সরকার (৩৫) নামের এক মুদি দোকানি হিট স্ট্রোকে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর হাটে তাঁর মৃত্যু হয়। তিনি সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামের ফণীভূষণ সরকারের ছেলে। স্থানীয় নুরপুর বাজারে তাঁর একটি মুদি দোকান রয়েছে।
স্থানীয় কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কামারপাড়া ইউপি চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে মুদি দোকানের মালামাল আনার জন্য তিনি পাশের লক্ষ্মীপুর হাটে যান। সেখানে মালামাল কেনার পর প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি পাশের একটি রেস্তোরাঁয় গিয়ে ফ্যান চালু করার কথা বলে বসে পড়েন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।