ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদসহ আমিনুল ইসলাম (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সদর উপজেলার লাউথুতি বাজার এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করে।
অভিযান ৫০০টি, ৫০ বোতল ফেনসিডিল ও ৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বলেন, গ্রেপ্তার আমিনুলের বিরুদ্ধে মাদক আইনে ভূল্লী থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।