গাইবান্ধা প্রতিনিধি
নিখোঁজের দুই দিন পর গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পুরোনো ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামক স্থান থেকে পানিতে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
এর মধ্যে ফারুক হোসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালী গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
দুজনের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার কালির ক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হন ফারুক ও সোনা মিয়া। দুই দিন ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে তাঁদের লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। তবে দুজনের কীভাবে মৃত্যু হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি।