ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুর থেকে রুবেল রানা (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার যাদুরানী নন্দগাঁও গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আলম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে রুবেল পুকুরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাঁর খিঁচুনি উঠলে পুকুরে পড়ে যান। পরে পুকুরে মরদেহ ভেসে উঠলে পরিবারের সদস্যরা উদ্ধার করে।
নিহতের বাবা আলম হোসেন বলেন, ‘আমার ছেলের মানসিক ও মৃগী রোগে আক্রান্ত ছিল।’
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।