হোম > সারা দেশ > রংপুর

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 

আন্দোলনে নিহত আসাদুল হকের লাশ কবর থেকে তোলা হয়, ইনসেটে আসাদুল হক। ছবি: আজকের পত্রিকা

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে গুলিতে নিহত আসাদুল হক বাবুর (২৪) মরদেহ দাফনের পাঁচ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাকুড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।

পরে মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতেহাক আহমেদ, ঢাকা সিআইডির ইন্সপেক্টর ইরফান আলী, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর প্রমুখ।

সিআইডি ইন্সপেক্টর ইরফান আলী জানান, আসাদুলের মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই তাঁকে দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিতে বের হওয়ার পথে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান আসাদুল। তাঁর বাবা জয়নাল আবেদীন এ ঘটনায় বাদী হয়ে ঢাকা মহানগর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন। পরে ওই মামলার দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। মামলার পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য মরদেহ কবর থেকে তোলা হয়। দিনাজপুর জেলার মোট ৮ জন বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হয়েছেন।

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

এ বছরেও মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

সেকশন