ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মেসার্স সাহা ফিলিং স্টেশনে আগুন লেগে সাড়ে ১৫ হাজার লিটার জ্বালানি তেল ও দুটি ট্যাংক-লরি পুড়ে গেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ফিলিং স্টেশনটিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আসর উদ্দিন বলেন, ট্যাংক-লরি থেকে তেল আনলোড করতে একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়। ভোরে একটি ট্যাংক-লরি থেকে আরেকটি ট্যাংক-লরিতে তেল ভরার জন্য বৈদ্যুতিক যন্ত্রটি চালু করার সময় শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। এ সময় প্রায় সাড়ে ১৫ হাজার লিটার পেট্রল ও দুটি ট্যাংক-লরি পুড়ে যায়। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত মোফাজ্জল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ফিলিং স্টেশনে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে নিরূপণ করবে।