হোম > সারা দেশ > রংপুর

অতিরিক্ত সবজি বোঝাইয়ে উল্টে যাওয়া পিকআপ ভ্যানে বাসের ধাক্কা, হেলপার নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত সবজি বোঝাইয়ের কারণে উল্টে যাওয়া পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ছাড়া একই উপজেলায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।

জানা গেছে, গতকাল শনিবার রাতে সোয়া ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী বাসের ধাক্কায় পিকআপ ভ্যানটির চালকের সহকারী নিহত হন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

অপরদিকে, রাত ৮টার দিকে মহাসড়কের ফাঁসিতলার ১৮ মাইল এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তারা মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে চাপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান অতিরিক্ত সবজি বোঝাইয়ের কারণে মহাসড়কে উল্টে যায়। পরে সেটিতে পেছনে থেকে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকের সহকারী নিহত হন। তবে দুর্ঘটনার সময় পিকআপ রেখে চালক পালিয়েছেন।

এ ছাড়া রাত ৮টার দিকে ফাঁসিতলা ১৮ মাইল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালক ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত চালকের নাম তারা মিয়া (৩৮)। তিনি গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী আসাদুজ্জামান সৌরভ বলেন, হাইওয়ে থানার পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করেছে। তাঁদের মধ্যে মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা গেলেও পিকআপ ভ্যানের চালকের সহকারীর পরিচয় জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে।

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রংপুর

নীলফামারীর উত্তরা ইপিজেডের কারখানায় বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় বহিষ্কার ৮

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ব্যক্তির লাশ দাফন, চেয়ারম্যানের বিচার দাবিতে বিক্ষোভ

নীলফামারীতে আদালত চত্বরে জনরোষের শিকার সাবেক এমপি আফতাব

ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ৭০

বিরামপুরে মুসলিমদের সহমর্মিতায় অভিভূত হিন্দু পরিবার

সৈয়দপুরে সিনেমা হলে ফিরছে দর্শক, দিনে লাখ টাকার টিকিট বিক্রি

টানা ৯ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু