হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে কাদিয়ানিদের ওপর হামলা, অর্ধশত বাড়িতে অগ্নিসংযোগ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বিক্ষুব্ধ জনতা আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) লোকদের বাড়িতে অগ্নিসংযোগের ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ ঘটনায় আহমদিয়া সম্প্রদায়ের অন্তত ২৫ জন আহত হয়েছে। 

আজ সোমবার (৫ আগস্ট) বিকেলে শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে মুহূর্তেই আহম্মদনগরের অর্ধশত পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ আহত হয় ২০ থেকে ২৫ জন আহমদিয়া। পরে সেনাবাহিনী তাঁদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর আগে ২০২৩ সালের ২ ও ৩ মার্চ আহমদিয়াদের ওপর হামলার ঘটনায় ৩৩টি মামলায় আসামি করা হয়েছে অন্তত ১০ থেকে ১২ হাজার মানুষকে। সেই ঘটনায় দুই জন নিহত হয়েছিল। মামলার আসামিরাই এই হামলা করেছেন বলে অনেকে ধারণা করছেন। 

আহমদিয়া সম্প্রদায়ের আহত সুমন আহমদ বলেন, আমরা কী দোষ করেছি! বারবার আমাদের ওপর হামলা করা হচ্ছে। আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা যাকে যখন পেয়েছে আঘাত করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অন্তত ২০ থেকে ২৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, আহম্মদনগরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে। এখনো পরিস্থিতি শান্ত নয়। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন